সিলেট সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক
- By Jamini Roy --
- 16 October, 2024
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পান্তুমাই সীমান্ত থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশি যুবক হোছন আহমদকে (৪১) ধরে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। হোছন আহমদ উপজেলার পশ্চিম পান্তুমাই গ্রামের বাসিন্দা এবং আব্দুল হকের ছেলে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে পান্তুমাই সীমান্তের ১২৬৮ নম্বর পিলার এলাকা থেকে তাঁকে আটক করা হয়। হোছন আহমদের পরিবারের পক্ষ থেকে রাতেই গোয়াইনঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হোছন আহমদ সকালে সীমান্তের পাশে গরু চরাচ্ছিলেন। দুপুরের দিকে তাঁর একটি গরু ভারতীয় সীমানার ভেতরে চলে গেলে, হোছন গরুটি আনতে ভারতীয় সীমান্তে প্রবেশ করেন। এ সময় বিএসএফ সদস্যরা গরুসহ তাঁকে আটক করে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমদ জানান, পরিবারের দাবি অনুযায়ী হোছন আহমদ নিজের গরু আনতে ভারতীয় সীমান্তে প্রবেশ করেছিলেন। পরিবারের সদস্যরা বিজিবির পান্তুমাই ক্যাম্পের সহযোগিতা চেয়েছেন। থানায় জিডি করার পর তাঁদের জানানো হয়েছে, হোছনকে উদ্ধারে বিজিবি এবং বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের আয়োজন করা হবে।